এসেছে নতুন সময়। বাঙালির নতুন বছর। বাঙালির আত্মপরিচয় নবায়নের তাৎপর্যপূর্ণ সময়ে মাতৃভাষা, স্বদেশ এবং সর্বক্ষেত্রে বাঙালির অর্জনের একটা পর্যালোচনা জরুরি। সাহিত্য এর বাইরে নয়। যারা প্রতিষ্ঠিত প্রবীণ সহিত্যিক, তাদের যেমন দায় রয়েছে নিজের রচনার দিকে ফিরে তাকানোর, তেমনি দায়িত্ব রয়েছে আজকের নবীন সাহিত্যিককে অনুপ্রাণিত করার। বাংলামাটি এ কথা কখনোই ভোলে নি, ভোলে না।