এক.
‘আজ সকালে দেখি কিছুই চেনা যাচ্ছে না
ঠিকমতো’।—
পৃথিবীর সকালটা এলোমেলো আজ। বেগম সাহেবা ঘুমচোখে রান্নাঘরে যেতে যেতে জানতে চাইলেন, ‘কতো’? বলি, ‘আজ এলোমেলো সকাল। আক্রান্ত ২৪ লাখ ২৪ হাজার, মৃত্যু একলাখ ৬৬ হাজার ছাড়িয়ে গেছে। দেশেরটা আপডেট হয়নি। কার্ভ উর্ধ্বমুখী, কিছুই আর এক-দুই ডিজিটে নেই।’
দেশ ও পৃথিবীর এ অবস্থায় ভাল্লাগে
...বিস্তারিত