
শার্লক হোমস এমন একটি চরিএ যে সে তার রচয়িতার চেয়ে অনেক বেশি পরিচিত ও জনপ্রিয় এবং সম্ভবত পৃথিবীতে একমাত্র কল্পিত চরিত্র যার নামে প্রতিষ্ঠিত হয়েছে মিউজিয়াম। তো আমরা স্যার আর্থার কোনান ডয়েল রচিত এবং কল্পিত চরিত্র শার্লক হোমস মিউজিয়াম দেখতে টিউব স্টেশন বেকার স্ট্রীটে নামলাম রৌদ্রোজ্জ্বল সকালে।
লন্ডন শহরের এই মিউজিয়ামটি দেখতে যাওয়া যায় ট্রেন বাস বা টিউবে এবং টিউবে গেলে নাতে হবে রিজেন্ট পার্ক, মেরিলিবোন বা বেকার
...বিস্তারিত