ঢাকার ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়, ২ আগস্ট ২০০৮, শনিবার, বিকেল সাড়ে চারটা। বাংলামাটির ওয়েব ডিজাইনার আরিফ আহসান ল্যাপটপ আর ব্যাকস্ক্রিন নিয়ে বেঙ্গল ক্যাফেতে প্রবেশ করলেন। ঠিক এক ঘন্টা পরে এখানেই বসবে অনলাইন ম্যাগাজিন বাংলামাটির জন্মদিনের আসর। আগেরদিন থেকে পর্যায়ক্রমে বাংলামাটির ম্যাটার আপলোড শুরু হলেও আজই হবে তার আনুষ্ঠানিক উদ্বোধন। কিন্তু আরিফ এসে দেখলেন যে, সাউন্ড বক্স ও প্রজেক্টর এসে পোঁছোয়নি, ঘরও সাজানো গোছানো হয়নি। এদিকে যে দুপুরে তার
...বিস্তারিত