করোনাকাল
বিচ্ছিন্ন অনুভব
মাহফুজা হিলালী

প্রবন্ধ
অধ্যাপক আনিসুজ্জামান
শামসুজ্জামান খান

গল্প
ডায়মন্ড লেডি ও পাথর মানব
হামিদ কায়সার

গদ্য
নিদ্রা হরণ করেছিল যে বই
মিনার মনসুর

নিবন্ধ
পঞ্চকবির আসর
সায়কা শর্মিন

বিশ্বসাহিত্য
আইজাক আসিমভের সায়েন্স ফিকশন
অনুবাদ: সোহরাব সুমন

বিশেষ রচনা
প্রথম মহাকাব্যনায়ক গিলগামেশ
কামাল রাহমান

শ্রদ্ধাঞ্জলি
মুজিব জন্মশতবর্ষ
মারুফ রায়হান
 
সাক্ষাৎকার
কথাশিল্পী শওকত আলী

জীবনকথা
রাকীব হাসান

ভ্রমণ
ইম্ফলের দিনরাত্রি
হামিদ কায়সার

ইশতিয়াক আলম
শার্লক হোমস মিউজিয়াম

নিউইর্কের দিনলিপি
আহমাদ মাযহার

শিল্পকলা
রঙের সংগীত, মোমোর মাতিস
ইফতেখারুল ইসলাম

বইমেলার কড়চা
কামরুল হাসান

নাজিম হিকমাতের কবিতা
ভাবানুবাদ: খন্দকার ওমর আনোয়ার

উপন্যাস
আলথুসার
মাসরুর আরেফিন

এবং
কবিতা: করেনাদিনের চরণ

১৭ বর্ষ ০১ সংখ্যা
আগস্ট ২০২৪

লেখক-সংবাদ :





দান্তে কথাঞ্জলি
সুলতানা শাহ্রিয়া পিউ
বিশ্বসাহিত্যের অন্যতম খাতিমান ব্যক্তিত্ব Dante Alighieri ১২৬৫ সালের পহেলা জুন ইতালির ফ্লোরেন্সে জন্ম গ্রহণ করেন। Durante degli Alighieri তাঁর পুরো নাম। চিন্তার উচ্চতা, ছন্দের সজীবতা এবং সাবলীলতা, এবং সপ্রতিভ কল্পনার জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন। নিজের বেশ কিছু শ্রেষ্ঠ সাহিত্যকর্মে মাতৃভাষার ব্যবহারের মাধ্যমে তিনি ইতালিয় সাহিত্যের  প্রতিষ্ঠাতাদের একজনে পরিণত হন। ১৩০৪ সালের দিকে তিনি ল্যাটিন ভাষায় De Vulgari Eloquentia (Concerning the Common Speech) লিখেন, এতে তিনি ইতালিয় ভাষায় সাহিত্য রচনার পরামর্শ দেন।
তার সময়ের অন্যতম একজন জ্ঞানী ব্যক্তি দান্তে নিজেকে মধ্যযুগের ইউরোপীয় আদর্শের সেরা ব্যাখ্যাকারের ভূমিকায় অবতীর্ণ করেন। ১৪’শ শতকের  প্রথম বছরে লেখা তাঁর, Convivio (The Banquet) তখনকার ইউরোপীয় সংস্কৃতির এক সংক্ষিপ্ত বিশ্বকোষ। নিজস্ব পা-িত্যের মাধ্যমে দান্তে বৈচিত্র্যময় এবং সক্রিয় নাগরিক জীবনের বর্ণনা তুলে ধরেছেন। ফ্লোরেন্সে ম্যজিস্ট্রেট হিসেবে কাজ করার সময় বিতর্কিত রাজনৈতিক কর্মকা- এবং নিজের রাজনৈতিক বিশ্বাসের কারণে তাঁকে নির্বাসিত জীবন বেছে নিতে হয়, এসব কথা খুব সাদামাটা ভাবে সরকার ব্যবস্থার ওপর লেখা তার ল্যাটিন গবেষণা গ্রন্থ De Monarchia (১৩১৩) তে উঠে আসে। এতে তিনি সা¤্রাজ্যিক শাসনকে সংস্কারমুক্ত এমন এক ব্যবস্থা হিসেবে তুলে ধরেছেন যেখানে পরস্পর বিভিন্ন দ্বন্দ্বে লিপ্ত রাজ্য সমূহ এর একক অস্তিত্বের মাঝে বিলীন হয়ে যাবে, চার্চ এবং রাষ্ট্র আলাদা থাকবে, এবং রোমান আইন অনুসারে ন্যায় বিচার  প্রতিষ্ঠিত হবে, এমন সব কথা বলেছেন।
দান্তের সবচেয়ে বিখ্যাত সাহিত্যকর্ম তার মহাকাব্য La divina commedia (The Divine Comedy), সম্ভবত ১৩০৭ এর দিকে এটি লেখা শুরু করেন, এবং পাঠকের সঙ্গে পুরোমাত্রায় ও সরাসরি যোগাযোগ গড়ে তোলার জন্য তিনি এটি দেশী ভাষায় রচনা করেন। এতে মধ্যযুগীয় দর্শন এবং আশিংক বিতর্কিত আকারে ধর্মতত্ত্ব, এবং ১৩’শ ও ১৪’শ শতকের ইতালিয় ব্যক্তিত্বের নাট্যরূপ প্রদান করা হয়েছে। এটি মধ্যযুগীয় ধর্মে উল্লেখ থাকা দোযখ, শুদ্ধিস্থান এবং স্বর্গ নামের তিন জগতে ভ্রমণের বর্ণনা। এই তিন জগতে ভ্রমণের সময় দান্তের পথ প্রদর্শক হিসেবে ছিলেন তার চির আরাধ্য নিষ্পাপ প্রেমিকা বিয়াত্রিস এবং রোমান কবি ভার্জিল।
১৩২১ সালের ১৪ সেপ্টেম্বর তিনি ইতালির রাভেন্নাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।


১.
ভয় পেও না; আমাদের ভাগ্য
যাবে না কেড়ে নেয়া আমাদের কাছ থেকে,
এটি এক উপহার।
Ñইনর্ফানো

২.
অজানা এক সমুদ্রের পানে আমার এই পথ চলা।
৩.
নরকের উষ্ণতম জায়গা সব তাদের জন্য সংরক্ষিত, যারা নৈতিকতার চরম সংকটময় মুহূর্তে, নিজেদের মৌনতা বজায় রাখে।


৪.
এই বইতে আমার স্মৃতিরা রয়েছে
অধ্যায়ের প্রথম পাতাতে সেই দিনের কথা লেখা আছে, যখন প্রথম দেখাতেই  
কথাটা বলে ছিলাম, ‘এখান থেকেই নতুন এক জীবনের শুরু।’ Ñভিটা নুওভা


 ৫.
স্বর্গের পথ শুরু নরক থেকেই

৬.
আজকের রাতটাকে মনে রেখ... কেননা এটাই সবকিছুর শুরু

৭.
সব আশা ছেড়ে এসো, যেই এখানে আসতে চাও


৮.
জীবন চলার এই মাঝ পথে এসে নিজেকে আমি অন্ধকার এমন এক বনের ভেতরে দেখতে পাচ্ছি যেখানে সব সোজা পথ কোথায় যেন হারিয়ে গেছে।
Ñইনর্ফানো


৯.
কোন কিছু ততটাই নিঁখুত, তা থেকে যতটা ব্যথা আর আনন্দ অনুভূত হয়।

১০.
 
প্রেম, কোমল হৃদয় যা খুব দ্রুত বিবশ করে,
আমার সুন্দর অবয়বে তাকে জব্দ করো
যা আমার কাছ থেকে কেড়ে নেয়া হয়েছে, এমনভাবে যা এখনও আমাকে পীড়া দিচ্ছে।
প্রেম, যা প্রেমে পড়তে কোন প্রেমীককে ক্ষমা না করে,
প্রচ- আমোদে সে আমাকে আমাকে গ্রহণ করে
তাই, যেমনটা দেখছ, তা এখনও আমাকে ছেড়ে যায় নি...
Ñইনর্ফানো


১১.
জ্ঞানীরা সবচেয়ে বেশি বিরক্ত হয় সময়ের অপচয়ে।

১২.
যেমনটা আঁকা হয়ে থাকে শয়তান আসলে ততটা কালো নয়।

১৩.
আমার মাঝে তুমি পেরিয়ে যাবে শোকের নগর
আমার মাঝে তুমি অতিক্রম করবে অমোঘ যন্ত্রণা:
আমার মাঝে লোকেদের কাছ থেকে চিরতরে হারিয়ে যাবে।
ন্যায়পরায়ণতা আমার শৈল্পিক চলনের প্রতিষ্ঠাতা:
আমাকে লালন করাই ক্ষমতাধর দৈব
সেরাতম প্রজ্ঞা, এবং আদিতমের কাজ।
আমার আগে বস্তু কোন কিছুতেই তৈরি ছিলনা, সবকিছু
জমা ছিল চিরন্তনের কাছে, এবং চিরকাল আমিই টিকে থাকব।
সব আশা ত্যাগ করে এসো, যেই এখানে আসবে।

১৪.
ভালোবাসা তার প্রেমিকের প্রেম ফিরে পেতে চায়।
 

১৫.
যেই কোন দরিদ্রের মুখোমুখি হন এবং তার সাহায্য চাইবার জন্য অপেক্ষা করেন তিনি তাকে ফিরিয়ে দেবার মতই পাষাণ।


১৬.
তারই জন্যে তারা ব্যাকুল যার ভয়ে থাকে আকুল।


১৭.
হায় মানব জাতি, জন্মেছ কি আকাশে উড়বার জন্যে, যাতে ছোট্টডানা ভেঙ্গে নিচে পড়তে পারো?

১৮.
সৌন্দর্য আত্মাকে জাগিয়ে বলে কিছু করো।

১৯.
ঘোর দুঃসময়ে আনন্দঘন মুহূর্তের কথা ভাবার মত র্দুঃসহ বেদনা আর নেই।

২০.
অসীম অন্ধকার মানেই হলো একই সঙ্গে আগুন আর হিমের মাঝে পড়া।